ঢাকা (রাত ২:০৩) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কুলাউড়ায় বিষপানে কিশোরীর আত্মহত্যা

মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার।            মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার।            Clock সোমবার বিকেল ০৫:৩১, ২৬ অক্টোবর, ২০২০

মৌলভীবাজার জেলার  কুলাউড়া উপজেলায় বিষপানে শাম্মী বেগম (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে কুলাউড়ার সদর ইউনিয়নের করেরগ্রাম এলাকার কালা মিয়ার মেয়ে।

রবিবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে করেরগ্রাম এলাকায় নিজ বা‌ড়ি‌তে কিশোরী শাম্মি বেগম বিষপান করে।

জানা যায়, রবিবার রাত ৯ টার দি‌কে শাম্মী পরিবারের সকলের অজান্তে বিষপান করে। পরিবারের সদস্যরা বিষয়‌টি উপলব্ধি করতে পেয়ে তাৎক্ষণিক তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা  আশংকাজনক হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাদিন অবস্থায় রাত ১১টা ৩০ মিনিটের সময় কিশোরী শাম্মী বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তবে কেনইবা কোন অভিমানে কিশোরী শাম্মী বেগম বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা এখনো পর্যন্ত জানাযায়নি।

তবে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায় নিহত কিশোরী শাম্মি বেগমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।

কুলাউড়া থানার অ‌ফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT