ঢাকা (সন্ধ্যা ৬:৪৫) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


কুলাউড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

মোঃ জাকির হোসেন মোঃ জাকির হোসেন Clock বৃহস্পতিবার রাত ০৮:১৮, ৯ জুলাই, ২০২০

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:    মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ মুন্নি আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কুলাউড়া গ্রাম এলাকা থেকে গৃহবধূ মুন্নির লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ। মুন্নির স্বামী নাহিম মিয়া কুলাউড়ার এক কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিম মিয়া তার স্ত্রী মুন্নিকে নিয়ে কুলাউড়া গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন। আজকে দুপুর পর্যন্ত তাঁদের বাসার দরজা না খোলায় বাসার অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে তারা কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে গৃহবধূ মুন্নির লাশ উদ্ধার করে।

পুলিশ বলছে, বাসায় মুন্নির স্বামী নাহিম মিয়াকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, গৃহবধূ মুন্নির লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে সে মারা গেছে ময়নাতদন্তের পর জানা যাবে বলে ওসি জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT