ঢাকা (সন্ধ্যা ৬:৩৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


কুমিল্লার মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঃলীগের দুই গ্রুপের সংঘর্ষ

এইচএম দিদার, মেঘনা-দাউদকান্দি, কুমিল্লা এইচএম দিদার, মেঘনা-দাউদকান্দি, কুমিল্লা Clock মঙ্গলবার রাত ১১:২৪, ২৭ এপ্রিল, ২০২১

আজ মঙ্গলবার ইউনিয়নের মানিকার চর ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা হারুন-অর-রশিদ গ্রুপের সাথে ও যুবলীগ নেতা মহি গ্রুপের সংঘর্ষ হয়।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের মধ্য দীর্ঘ দিন যাবৎ নিরবে বিবাদ ছিলো বলে এলাকাবাসি সূত্রে জানা যায়।

এর আগে গত সোমবার উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে দু’পক্ষের মধ্য বাকবিতণ্ডা হয়েছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক ছাত্রলীগ নেতা জানান, সোমবার দুপের ঘটনাকে কেন্দ্র করেই আজ মঙ্গলবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, এতে দু’পক্ষের মধ্য অনেকেই আহত হয়েছেন। আহতদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি। তবে সংঘর্ষের পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মেঘনা থানার অফিসার-ইন-চার্জ মো.আব্দুল মজিদ জানান,” ইফতারের পর কে বা কারা যুবলীগ নেতা মহিকে মারধর করে আহত করেছে বিষয়টি আমি জানার পর পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এখন পরিবেশ শান্ত আছে। শুনেছি মহি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT