ঢাকা (রাত ৮:৫৩) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কালকিনিতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

মীর ইমরান,মাদারীপুর মীর ইমরান,মাদারীপুর Clock রবিবার রাত ০১:০৬, ১০ এপ্রিল, ২০২২

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার কালিগঞ্জ বাজারে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক সন্তানের জননী সুমি বেগম(২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ।

গতকাল(শনিবার) সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে।

এ ঘটনার পর থেকে নিহত সুমির স্বামী মোস্তাকিন সিকদারের শ্বশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে। সুমি কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার চর কানুর গাও গ্রামের কুদ্দুস শরীফের মেয়ে। নিহতের পরিবারের দাবী তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার ও গ্রামবাসী জানায়, পারিবারিক ভাবে কালকিনি উপজেলার বাঁশগাড়ি এলাকার চর কানুর গাও গ্রামের কুদ্দুস শরীফের মেয়ে সুমি বেগমের সাথে একই গ্রামের লাবু কাজির সাথে বিয়ে হলে, তারা সুখে সংসার করে আসছিল এবং তাদের একটি পুত্র সন্তানও হয়।

কিন্তু একই গ্রামের আসলাম সিকদারের ছেলে লম্পট মোস্তাকিন সিকদার নানা ভাবে ফুসলিয়ে সুমির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আর প্রেমের পরিনতি হিসেবে সন্তানসহ পালিয়ে বিয়ে করে তারা। উপজেলার কালিগঞ্জ বাজারের পাশে মুক্তা মাষ্টারের বাড়িতে বাসা ভাড়া করে তারা এক বছর সংসারও করে। কিন্তু সংসার জীবনে তারা নানা কলহে জড়িয়ে পড়লে এঘটনা ঘটে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি(তদন্ত) মোঃ নাসির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT