করোনা ভাইরাস আতংকের পরিস্থিতি নিয়ন্ত্রণে টাঙ্গাইলের জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১০:২১, ২২ মার্চ, ২০২০
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলা সহ সকল উপজেলায় করোনা ভাইরাস আতংকের পরিস্থিতি নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলাম।
ডিসি স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে সকল প্রকার গণজমায়েত না করার আহবান করেছেন তিনি। এতে আরো উল্লেখ করা হয় সকল প্রকার রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সভা, সমাবেশ, সাপ্তাহিক হাট, গণজমায়েত, কোচিং সেন্টার, ক্লাব, বিনোদন পার্ক, কমিউনিটি সেন্টার, সকল প্রকার পার্টি ও জনবহুল রেস্তোরাঁ বন্ধ রাখার আহবান করা হয়েছে। এছাড়াও এই জেলায় যে সকল ব্যাক্তি গত ১৫ দিনের মধ্যে দেশে এসেছেন তাদের বাধ্যতামূলক বাড়িতে অবস্থান করার জন্য বলা হয়েছে।
ব্যাবসায়ী ও ভোক্তাদের উদ্দেশ্য বলা হয়েছে দেশে প্রচুর পরিমানে খাদ্য দ্রব্য মজুদ রয়েছে। অহেতুক দাম না বাড়ানো এবং প্রয়োজনের অতিরিক্ত খাদ্য দ্রব্য মজুদ না করতে আহবান করেন তিনি।