ঢাকা (সন্ধ্যা ৭:৪২) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

করোনায় কিশোরগঞ্জ তাবলীগ জামাতের এক সদস্যর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৯:২৫, ৮ জুন, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ   কিশোরগঞ্জ জেলা তাবলীগ জামাতের শূরা সদস্য ও বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলী আকবর (মলাই) (৭৫) নামে এক ব্যক্তি ইন্তেকাল করেছেন।

সোমবার (৮ জুন) ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাজী আলী আকবর (মলাই) কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকার বাসিন্দা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত হাজী আলী আকবর (মলাই মিয়া) গত শুক্রবার (৫ জুন) প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব হলে চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্টে তাঁর শরীরে করোনাভাইরাস পজেটিভ আসে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ্ (রহ) ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা সকাল ৮টায় মৃত হাজী আলী আকবর (মলাই) এর নামাজে জানাযা শেষে বয়লা কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT