এ যেন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি গোপালগঞ্জের অরুক মুন্সি
আরিফুল ইসলাম বৃহস্পতিবার রাত ১১:০৮, ১৫ আগস্ট, ২০১৯
মোঃ কামরুজ্জামানঃ হঠাৎ দেখায় বঙ্গবন্ধু ভেবে ভুল করাটা যে কারো কাছেই স্বাভাবিক। মনে হবে সে কি ঠিক দেখছে নাকি মনের ভুল। চেহারা পোশাক আর বেশভূষায় বঙ্গবন্ধু-কে খুঁজে পাওয়া যায় বলে অবাক দৃষ্টিতে চেয়ে থাকেন সবাই। হ্যাঁ বলছি বঙ্গবন্ধুকে মনেপ্রাণে ধারণ করা তার এক সৈনিক আরুক মুন্সির কথা। ১৯৬৯ সালের ৬ জুলাই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের প্রত্যন্ত কামারোল গ্রামের এক মুসলিম পরিবারে। বর্তমানে তিন ছেলে মেয়ে নিয়ে বসবাস করেন ঢাকার হাতিরপুল পাওয়ার হাউজ এলাকায়। কর্মরত আছেন গাড়ি চালক পদে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি)। মহান নেতা বঙ্গবন্ধু সাথে চেহারার মিল থাকার কারণে দিন দিন জনপ্রিয়তার মাত্রা যেন বেড়েই চলছে।
জনপ্রিয়তার অভিব্যক্তি সম্পর্কে জানতে চাইলে মেঘনা নিউজ-কে তিনি বলেন, প্রতিনিয়তই তাকে দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষজন ভিড় জমান তার বাড়িতে। বর্তমান সরকারের কাজের অগ্রগতি নিয়ে তার ভাবনা থেকে বলেন দেশ এগিয়ে যাচ্ছে। তার বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। ভবিষ্যৎ রাজনীতিতে অংশগ্রহণ করার বিষয়টিও ভেবে দেখবেন বলে জানান আরুক মুন্সি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে চলতে চান তিনি। অবসর সময়ে দেশাত্মবোধক গানসহ বিভিন্ন গানের সুরে নিজেকে মাতিয়ে রাখেন আরুক মুন্সি। বঙ্গবন্ধু একজনই ছিলেন, বার বার জন্ম নিবেন না বঙ্গবন্ধু, যে যাই বলুক আমি একজন সাধারন ক্ষুদ্র মানুষ।