ঢাকা (রাত ১২:০২) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


এসো গৌরীপুর গড়ি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এসো গৌরীপুর গড়ি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock মঙ্গলবার সকাল ১১:৩২, ২ মে, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১ মে) দুপুরে পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে নানা আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্মসূচীগুলো হলো- কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ, ক্রীড়ানুষ্ঠান, হরিজন সম্প্রদায়ের সাথে আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

বঙ্গবন্ধু চত্বর থেকে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

এসো গৌরীপুর গড়ি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, গুড টেক্স ফেব্রিক্স এন্ড এপারেলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সারোয়ার হোসেন রনি, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব প্রমুখ।

Aso Gouripur Gori

পরে গৌরীপুর মহিলা কলেজে শিশু, নারী ও পুরুষদের বিভিন্ন ধরণের খেলা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ক্রীড়ানুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT