ঢাকা (দুপুর ১:৫২) সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে ২১ জনের ২১ কিলোমিটার পদযাত্রা

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বৃহস্পতিবার সকাল ০৮:৪৭, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে ২১ জনের ২১ কিলোমিটার পদযাত্রার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৬টায় গৌরীপুর ঐতিহাসিক হারুন পার্কে অবস্থিত শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ময়মনসিংহ জেলার কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্দেশ্যে ২১ জনের ২১ কিলোমিটারের পদযাত্রা শুরু হয়। সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি এ পদযাত্রার উদ্বোধন করেন।

এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে ২১ জনের ২১ কিলোমিটার পদযাত্রা

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সদস্য নজরুল ইসলাম, সুপক রঞ্জন উকিল, রিপন, সুমন এস, গনেশ প্রমুখ।

ময়মনসিংহ কেন্দ্রীয় শহিদ মিনারে পদযাত্রাটি পৌঁছালে অংশগ্রহণকারীদের বরণ করে নেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সদস্য গোলাম সামদানী খান সুমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজির আহাম্মেদ রাজিব প্রমুখ। এসময় সাংবাদিক ও সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পদযাত্রায় অংশগ্রহনকারীগণ শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন। এ পদযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় ছিলো ময়মনসিংহ জেলা পরিষদ।

জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান পদযাত্রাকে স্বাগত জানিয়ে বলেন, মাতৃভাষা রক্ষার জন্য এ ধরনের আয়োজন দৃষ্টান্ত হয়ে রইলো। আগামী প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব ও মর্যাদা তুলে ধরতে হবে।

পদযাত্রার অংশগ্রহণ করেন লিটু, সাইফুল, আরিফ, নন্দন, শামীম, আমজাদ, মিঠু, তুহিন, জয়নাল, পাপন, শামীম, মতিউর, আব্দুল্লাহ, আব্দুল হালিম, বিপ্লব, সাধন, দিলীপ, অনিক, আশিক, নারায়ণ ও সুপক।

এসো গৌরীপুর গড়ির প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন- জীবনের বিনিময়ে অর্জিত আমাদের প্রিয় বাংলা ভাষা আজ সর্বত্র অবহেলার শিকার। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ জনের ২১ কিলোমিটার পদযাত্রার মাধ্যমে আমরা বিশ্বব্যাপি বাংলা ভাষাকে তুলে ধরতে চাই। দেশের সকল অফিস, আদালত ও প্রতিষ্ঠানে বাংলা ভাষাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজন ছাড়া ইংরেজি ভাষা ব্যবহার বন্ধ করার দাবি জানাই আমরা।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT