একই দিনে ভিন্ন ঘটনায় আদমদীঘিতে বিষপানে দুজনের আত্মহত্যা
মিরু হাসান বাপ্পী,আদমদীঘি (বগুড়া) সোমবার দুপুর ০৩:৩৩, ৭ সেপ্টেম্বর, ২০২০
বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরে একই দিনে বিষপানে গৃহবধূ ও কৃষকের মৃত্যু হয়েছে। গৃহবধূ মারুফা আক্তার নাহিদা (২৪) উপজেলার নিমকুড়ি গ্রামের রাজ্জাকুলের স্ত্রী ও কৃষক আনিসুর রহমান (২৮) বশিকোরা চকপাড়ার শামসুদ্দিনের ছেলে। তারা দুইজন দুই সন্তানের জনক ও জননী।
পুলিশ জানায়, আদমদীঘির নিমকুড়ী গ্রামে দুই সন্তানের জননী নাহিদা বেগম পারিবারিক কলহের জের ধরে রবিবার দুপুরে স্বামীর বাড়ি তিলছ গ্রামে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আপরদিকে একই উপজেলার কৃষক আনিছুর রহমান রবিবার সকাল ৯টায় ধানক্ষেতের মধ্যে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।