উলিপুরে দোকানে প্রায় নগদ ৬০ হাজার ৫০০ টাকা সহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুটপাট
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ১০:০৪, ৭ ফেব্রুয়ারী, ২০২০
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেলের যন্ত্রাংশ দোকান লুটপাট হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের গুনাইগাছ ব্রীজ সংলগ্ন স্মরণ এন্ড হিয়া-হিমু যন্ত্র বিতানে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, দোকানের মালিক হায়দার আলী বৃহস্পতিবার রাতে ১১টার দিকে দোকানের বিক্রি হিসাব বন্ধ করে প্রায়৬০ হাজার ৫০০ টাকা ও কিছু খুচরা টাকা এবং ছেড়া টাকার নোট ক্যাশ বাক্সে রেখে দোকানেরর কর্মচারী মাঈদুল ইসলামসহ দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এরপর খাওয়া-দাওয়া শেষে দোকান মালিক হায়দার আলী দোকানের কর্মচারী মাঈদুল ইসলামকে দোকানে রাখতে গিয়ে দেখতে পান দোকানের পূর্ব দিকের সার্টার খুলে কে বা কাহারা দোকানের ক্যাশ বাক্সে রাখা ৬০ হাজার ৫০০ টাকাসহএবং প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে।
এ বিষয়ে স্মরণ এন্ড হিয়া-হিমু যন্ত্রবিতানের স্বত্বাধিকারী প্রভাষক হায়দার আলী জানান,” আমি তিল তিল করে এই ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলাম। মেয়েদের কলেজে ভর্তির ব্যাপারে রংপুর এসেছি। ফিরে গিয়ে থানায় জিডি করব।”