ঢাকা (রাত ২:৫৮) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি Clock শনিবার রাত ০৯:৫১, ২৯ অক্টোবর, ২০২২

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উলিপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম হলরুমের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, পৌর মেয়র মামুন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা। উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফিরোজ আলম মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরোও বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম সরদার, সদস্য সচিব মোন্নাফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT