ঢাকা (দুপুর ১২:৪২) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলীকদম সদর ইউপি সচিবের কক্ষ ও তথ্যসেবা কেন্দ্রের তালা ভেঙ্গে দুধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ০৯:১৮, ২০ জানুয়ারী, ২০২০

আলীকদম প্রতিনিধি: আলীকদম উপজেলার ০১নং ইউনিয়ন পরিষদের সচিবের ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের তালা ভেঙ্গে কে বা কাহারা রক্ষিত মূল্যবান বিভিন্ন কম্পিউটার সরঞ্জাম চুরি ও প্রয়োজনীয় ফাইলপত্র তছনছ করেছে।গতকাল রবিবার (১৯জানুয়ারী) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। পরদিন সকাল পরিষদের পিয়ন থুইচি মার্মা পরিষদ খুলতে এসে সচিবের কক্ষের তালা ভাঙ্গা দেখে বিষটি চেয়ারম্যান, পরিষদের সচিব ও অন্যান্যদের অবহিত করেন। আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১টি ল্যাপটপ, ১টি এলইডি টিভি, ৩টি প্রিন্টারসহ বিভিন্ন মালামাল চুরি ও মূল্যবান জিনিসপত্র নষ্ট করা হয়েছে। পরিষদে নৈশ প্রহরী না থাকায় ইউনিয়ন পরিষদের মত স্থানীয় সরকারের জনগুরুত্বপূর্ণ এ পতিষ্ঠানটি চরম নিরাপত্তাহীতায় রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
আলীকদম থানার একটি পুলিশ টিম ও আলীকদমের (অঃদাঃ) উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি বেলা ঘটনায় আলীকদম সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং আলীকদম থানা পুলিশের দায়িত্বশীল সূত্রে জানানো হয় এ বিষয়ে অভিযোগ পরবর্তী ব্যবস্থা গ্রহন করার হবে




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT