ঢাকা (ভোর ৫:৩১) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

আম মৌসুম উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সদাগর এক্সপ্রেসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ০২:৩৬, ২০ মার্চ, ২০২২

আসন্ন আম মৌসুম উপলক্ষে সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এ্যান্ড পার্সেল সার্ভিসের শাখা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (১৯ মার্চ) দুপুরে জেলা শহরের স্কাই ভিউ ইন হোটেলের সম্মেলন কক্ষে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এ্যান্ড পার্সেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ।

সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার এ্যান্ড পার্সেল সার্ভিসের চাঁপাইনবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক এস.এম. সাখাওয়াত জামিল দোলনের তত্বাবধানে সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের চীফ অপারেটিং অফিসার মো.এমদাদুল ইসলাম ও সহকারী মহাব্যবস্থাপক (উত্তরবঙ্গ) মো. ইব্রাহিম হোসাইন।

এ সময় শাখা ও প্রতিনিধি সম্মেলনে আসন্ন আম মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে সারাদেশে আম পাঠাতে নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আম পরিবহনের বিভিন্ন সমস্যা, সমাধানের উপায়, ২৪ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকায় আম সরবরাহ নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে জানানো হয়, বর্তমান ক্রমবর্ধমান সময়ে অন্যান্য পার্সেল সার্ভিসের সাথে পাল্লা দিয়ে প্রথম থেকেই অনলাইন বুকিং শুরু করেছে এই প্রতিষ্ঠান। যদিও প্রতিষ্ঠানের ১৩০টি শাখায় এখন থেকেই অনলাইন বুকিং চালু রয়েছে। এর ফলে যে কোন কাস্টমার তার প্রেরিত পণ্য বুকিং দেয়ার পর কোথায় কি অবস্থায় আছে তা ঘরে বসেই ট্র্যাকিং করে জেনে নিতে পারবে।

নতুন উদ্দ্যোক্তা ও অনলাইন ব্যবসায়ীদের উৎসাহিত করতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুধু আম নয় আপনাদের প্রেরিত যেকোন পণ্য সদাগর এক্সপ্রেস স্বল্প মূল্যে, দ্রুততম সময়ে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। আর চাঁপাইনবাবগঞ্জের আম যেহেতু দেশ বিখ্যাত সেহেতু এই পন্যের সঠিক প্যাকিং এর প্রতি গুরুত্ব দিতে সকলের প্রতি আহবান জানান তিনি।

প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার নির্বাহী সম্পাদক ওয়ালিউজ্জামান রুবেল, বাংলাটিভির জেলা প্রতিনিধি মো.আজিম, শফিকুল ইসলাম ভুট্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT