ঢাকা (রাত ১১:৪৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


আদমদীঘিতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে ১ শ্রমিক নিহত

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock বৃহস্পতিবার দুপুর ০২:৪০, ৮ এপ্রিল, ২০২১

বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ঢাকারোড নামক স্থান থেকে পুলিশ অচেতন অবস্থায় চার শ্রমিককে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে,গত কাল বুধবার টাঙ্গাইল থেকে ট্রাক যোগে চার শ্রমিক কুড়িগ্রামে নিজ বাড়িতে ফেরার পথে রওনা দেন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে অজ্ঞাত (৪১) এক ব্যক্তি মারা যায়। অপর তিন জন বর্তমানে সুস্থ্য রয়েছে। তারা হলেন নিলফামারি জেলার ডিমলা উপজেলার নিজসুন্দরপাকা গ্রামের মামিনুল ইসলামের ছেলে তবিবুর (১৮), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আরজি নিউওয়াশি ফরে উদ্দিনের ছেলে নুর হোসেন (৩৫) ও একই জায়গার দাবিছড়া গ্রামের মতিয়ার রহমান (৪৬)।

আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ শ্রমিক তবিবুর রহমান জানায়, গত মঙ্গলবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাকে অচেনা এক ব্যক্তিসহ আমরা চার শ্রমিক বাড়ির উদ্যেশে রওয়ানা দেই। পথিমধ্যে তারা সিরাজগঞ্জের পাপিয়া হোটেলে রাতের খাবার খাওয়ার পর অচেনা ওই ব্যক্তি ৪জন শ্রমিককে সেভেন আপ খাওয়ান। এরপর তারা ট্রাকে উঠার পর ক্রমেই অসেচতন হয়ে পড়লে তাদের নিকট থেকে ৪টি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা নিয়ে নেয়। গতকাল বুধবার সকালে আদমদীঘির ঢাকারোড নামক স্থানে সড়কের পাশে তাদের ফেলে রেখে ট্রাকটি পালিয়ে যায়। অচেতন অবস্থায় চার শ্রমিককে স্থানীয়রা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে অচেতন অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় চারজনের মধ্যে একজন মারা যায়। তার বাড়ি গাইবান্দার পলাশ বাড়ি বলে জানাগেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত আদমদীঘি থানা একটি মামলা দায়ের প্রস্তুুতি চলছিল।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT