ঢাকা (সন্ধ্যা ৭:৩৭) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আত্মহত্যায় প্ররোচনা কারীদের বিচারের দাবীতে মানববন্ধন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার রাত ১০:০৫, ১৬ জুলাই, ২০২০

 মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারির আসমা শিকদার শিমলার আত্মহত্যায় প্ররোচনাকারিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বাসিয়া সেতুর উপরে স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তরা বলেন, ওই স্কুল কমিটির সভাপতি আব্দুর রউফ, অধ্যক্ষ হাসিম উদ্দিন ও সদস্য আনোয়ার মিয়া আসমা শিকদার শিমলাকে অপমান করে মানষিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। তার মধ্যে ঘটনারদিন মামলার দ্বিতীয় আসামী আনোয়ার মিয়াকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মামলার প্রধান আসামী সভাপতি আব্দুর রউফ ও অধ্যক্ষ হাসিম উদ্দিনকে দ্রুত গ্রেফতার করে মানববন্ধন থেকে শাস্তির দাবি করা হয়। ওই মানববন্ধনে কান্নাজড়িত কন্ঠে বক্তব্য রাখেন নিহত আসমা শিকদারের একমাত্র ছেলে রেদওয়ান আহমদ রুহান। এলাকার প্রবীন মুরব্বি হাজী ধন মিয়ার সভাপতিত্বে ও প্রাক্ষণ ছাত্র বকুল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল শিকদার, বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী আশিক উদ্দিন, আকরাম খান, বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছামি শিকদার। এসময় মানবন্ধনে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র আব্দুল হান্নান, আব্দুল জাহেদ, নিজামুল হক, আফিফুল ইসলাম, মখন শিকদার, আমির আলী, সুহেব মিয়া, লুকমান মিয়া, জয়নাল আহমদ, আব্দুস সাত্তার, আব্দুল ওয়াসে, জাকির শিকদার, মাছুম আহমদ, খালেদ আহমদ, ইউনুস মিয়া, দবির মিয়া, মকবুল শিকদার, লিমন মিয়া, ইকবাল শিকদার, নুরুল মিয়া, জাবেদ হোসেন, ইসলাম উদ্দিন, দিদার মিয়া, সুলতান মিয়া, তাহিদ শিকদার, রাশেদ শিকদার, জামাল মিয়া, জুমন মিয়া, শামিম মিয়া, সাইদুর রহমান, লিমন মিয়া, নাজির হোসেন, সাজন মিয়া, খাইরুল ইসলাম, জুনেল মিয়া, রাসেল আহমদসহ বিদ্যালয়ের প্রাক্তণ ও বর্তমান অনেক শিক্ষাথীরা।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT