ঢাকা (দুপুর ১২:৩৬) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আতংক বিরাজ যশোর কেশবপুরে, এক চিকিৎসকসহ ২ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার বিকেল ০৫:৫৩, ২৭ এপ্রিল, ২০২০

 মোরশেদ, যশোর  প্রতিনিধি: যশোর -কেশবপুরে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের (৩৫) করোনা উপসর্গ দেখা দিলে২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয় । রোববার রিপোর্টে তার করোনা ভাইরাস পজেটিভ ফলাফল আসে। অপরদিকে, কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের ধর্মপুর নামক গ্রামের এক গৃহবধু সম্প্রতি ভারত থেকে দেশে আসেন। তার করোনা উপসর্গ দেখা দিলে ২১ এপ্রিল তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার তার শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দুজনই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা প্রশাসন ওই চিকিৎসক ও গৃহবধুর বাড়ি লকডাউন করেছেন। এছাড়াও ওই চিকিৎসকের সংস্পর্শে আসা তার কর্মস্থলের ৭ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছে। এনিয়ে কেশবপুরে মোট ৩ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও এক গৃহবধূর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদেরকে হাসপাতালের আইসোলেশনের রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আক্রান্ত ব্যাক্তিদের বসতবাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT