ঢাকা (রাত ৮:১৬) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
শিরোনাম

যতবারই হত্যা করো;জন্মাবো আবার-প্রধানমন্ত্রী



প্রমত্তা পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের দুর্দশা লাঘবের পাশাপাশি এ সেতু দেশের সক্ষমতার প্রতীক। দেশবাসীর স্বপ্নের পদ্মা সেতুর সূচনার মধ্য দিয়ে নতুন এক পথচলার শুরু করলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে কবির ভাষায় তিনি বলেছেন, যতবারই হত্যা করো, জন্মাবো আবার; দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।

শেখ হাসিনা বলেন, বাঙালি বীরের জাতি। বাঙালির ইতিহাসের প্রতিটি বাঁক রঞ্জিত হয়েছে ত্যাগ-তিতিক্ষা আর রক্ত ধারায়। কিন্তু বাঙালি আবার সদর্পে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

উৎসবের এই মাহেন্দ্রক্ষণে দেশবাসীকে যে যার অবস্থান থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এ দেশের মানুষের ভাগ্য পবির্তন করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT