ঢাকা (সকাল ১১:৫৫) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ইলিশ আহরণে বিরত জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ উপলক্ষে আলোচনা সভা



গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ই অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণে বিরত জেলেদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রমের ভিজিএফ এর চাল বিতরণী করা হয়েছে।

বৃহস্পতিবার হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর সভাপতিত্বে উক্ত ভিজিএফ এর চাল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা সিনিয়র প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা মৎস্য অফিসার এমদাদুল হক প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ, জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাহফুজার রহমান মাফু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বেপারী, আ’লীগ নেতা জাহিদ হোসেন, ক্ষেত্র সহকারী হিমন সরকার, তাপস চন্দ্র, তাসনিসা জান্নাত।

 

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT