ঢাকা (সকাল ১০:২৮) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতি হবে ভয়ানক:-স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ২২৭৫ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock বৃহস্পতিবার দুপুর ০৩:২২, ২২ এপ্রিল, ২০২১

স্বাস্থ্যবিধি না মানলে আগামী দিনগুলোতে করোনা পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দেশবাসীর উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি পুরোপুরিভাবে মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছর করোনার প্রথম ঢেউ আমরা বেশ ভালোভাবেই সামাল দিতে পেরেছিলাম। এজন্য দেশের সর্বস্তরের নাগরিক বেশ সচেতন থাকায় পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করেছেন।

এবার করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। সংক্রমণ থেকে দেশের নাগরিকদের রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন কার্যকর করে মানুষকে সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তারপরও মানুষ বিভিন্ন অজুহাতে বের হচ্ছে। অনেকে মাস্ক পর্যন্ত পরতে চাচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তখন আমাদের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়াও কঠিন হয়ে পড়বে।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ১৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে।

গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন-সংক্রান্ত প্রথম প্রজ্ঞাপনে এ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছিল। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্প-কারখানা খোলা রাখা যাবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এ ছাড়া সারা দেশে গণপরিবহণ বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা দেওয়া হয়। সেইসঙ্গে জনগণকে করোনাভাইরাসের ভয়াবহতা বিবেচনা করে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT