ঢাকা (রাত ৮:০১) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গৌরীপুরে আবৃত্তির আসর

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার রাত ১০:০৭, ২০ মার্চ, ২০২২

‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা-২০২২” উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে আবৃত্তির আসর অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গৌরীপুর আবৃত্তি পরিষদের পরিবেশনায় শনিবার (১৯মার্চ) রাতে মেলা প্রাঙ্গণে এ আসর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম।

অনুষ্ঠানে আবৃত্তি করেন গৌরীপুর আবৃত্তি পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম মিন্টু, সদস্য সচিব শেখ মোঃ বিপ্লব, সদস্য সুপক রঞ্জন উকিল, আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, মোখলেছুর রহমান ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি নূরুল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, আবৃত্তি পরিষদের সদস্য হলি সিয়াম শ্রাবণ ও উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT