ঢাকা (বিকাল ৩:১৭) সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

সৃজন’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা Clock শুক্রবার সন্ধ্যা ০৬:০৮, ৮ সেপ্টেম্বর, ২০২৩

“তোমার আলোয় আগামী হউক শুদ্ধ, অন্ধকারের পথ করে দাও রুদ্ধ।” এই শ্লোগানকে সামনে রেখে দাউদকান্দি উপজেলার এসএসসিতে জিপিএ- ৫ প্রাপ্ত

৩৩ জন কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলায়তের মাধ্যমে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার বাংলা কিচেন রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠান আরম্ভ হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর ড.এএইচএম মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্যে বলেন,” যদি জীবনে বড় হতে চাও, তবে বাবা-মাকে ভালোবাস।

মাদক থেকে দূরে থাকবে। মোবাইলের অপব্যবহার করবে না, খারাপ সঙ্গ ত্যাগ করবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে তোমাদের।

বিপদগামী পথ এড়িয়ে চলবে। প্রফেসর মুস্তাফিজুর রহমান আরও বলেন, জীবনে মানুষ হতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। মানুষের মন জয় করে চলার চেষ্টা করবে।

তোমারই আগামীর সমৃদ্ধ জাতি বিনির্মাণের বলিষ্ঠ হাতিয়ার।

আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাও। এমন চমৎকার ফলাফল করায়

তোমাদেরকে অভিবাদন। তোমাদের আলোয়ে আলোকিত হোক এই ধরনী”।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন— ঢাবি অপ্যাপক ড. নরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সৃজনের প্রধান উপদেষ্টা এমএ সাত্তার।

সৃজনের সভাপতি সমাজ সেবক তৌফিক রুবেলের সভাপতিত্বে সাংবাদিক আবু তাহের নয়নের মনোমুদ্ধকর উপস্থাপনায়

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সমাজ সেবক জামাল উদ্দিন মোল্লা,সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার,সৃজনের সাধারণ সম্পাদক মেহেদী রনি। অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রবাসি সমাজকর্মী

রুবেল মোল্লা,শরীফুল ইসলাম মাস্টার,

আব্দুল হান্নান মোল্লা,সৃজন সংগঠনের সদস্য— লোকমান হেকিম,ইঞ্জিনিয়ার আবু সাঈদ,রোমান মিয়াজী,হাসান ভূইয়া,মাহাবুব রনি প্রমুখ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT