ঢাকা (রাত ৮:১৩) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ভর্তি ২৭জন রোগীর মধ্যে ১৩ জনের ফলাফল নেগেটিভ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock রবিবার দুপুর ০১:০৭, ৫ এপ্রিল, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে করোনাভাইরাসের চিকিৎসার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। কেউ করোনায় আক্রান্ত হলে কিংবা আক্রান্ত হয়েছেন এমন সন্দেহ থাকলে তাকে এ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। জানা গেছে, গতকাল শনিবার পর্যন্ত এ হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৭ জনকে। এদের মধ্যে ১৩ জনের শরীরের নমুনা ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠিয়ে পরীক্ষা করা হয়েছে। তাদের সবার ফলাফল এসেছে ‘নেগেটিভ’ (আক্রান্ত নন)। এছাড়া আরো দুইজনের শরীরের রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআরে। তাদের পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, এ হাসপাতালে শনিবার পর্যন্ত করোনাক্রান্ত সন্দেহে ভর্তি করা হয় ২৭ জনকে। তন্মধ্যে ১৩ জনের পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। আরো দুইজনের পরীক্ষার ফলাফল জানা যাবে দু-একদিনের মধ্যে। আর বাকিদের শরীরে করোনার উপসর্গ না থাকায় পরীক্ষা করা হয়নি। সিলেট জেলার বাইরে হবিগঞ্জের একটি হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছিল। তাদের নমুনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন ডা. আনিসুর রহমান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT