ঢাকা (সকাল ১১:২১) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিলেটে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেলো গোডাউনের সাটার

সিলেট জেলা ২৪২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০২:৩১, ২৩ নভেম্বর, ২০১৯

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ

সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে উড়ে গেছে একটি গোডাউনের সাঁটার। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিগে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় যমুনা ডিপোর সামনে ইসরাত ট্রেডার্সে এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার দক্ষিণ সুরমা সার্ভিসের সদস্যরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে দোকানে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এ বিস্ফোরণে গ্যাস সিলিন্ডারের প্রায় সবক’টিই অক্ষত ছিল। এসব সিলিন্ডারেও যদি বিস্ফোরণ ঘটতো, তবে পরিস্থিতি ভয়াবহ হতে পারতো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে আগুণ নিয়ন্ত্রণে আনতে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ধাক্কায় ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি দূর্ঘটনা কবলিত হয়েছে। এতে ফায়ার সার্ভিসের দুজন সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান প্রদীপ দাস ও উজ্জল মিয়া। ফায়ার সার্ভিসের লিডার মো. জসিম উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি বেরিয়ে যাওয়ার সময় পানিবাহী গাড়িকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়। একই সঙ্গে দুজন আহত হয়েছেন

দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের লিডার মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন যমুনা ডিপোর সামনে ইসরাত ট্রেডার্স নামে একটি সিলিন্ডারের দোকানের গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওই গোডাউনের সাঁটার, চাল ও দেয়াল উড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।

পরে ক্ষতিগ্রস্ত গাড়িটি ফায়ার সার্ভিসের অফিসে জব্দ করে রাখা হয়েছে। আহতদের একজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT