সিলেট ল্যাবে করোনা আক্রান্ত রোগী শনাক্ত ১০
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার বেলা ১২:৩৯, ২১ এপ্রিল, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: এবার নতুন করে হবিগঞ্জে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো ১০ জন । সোমবার (২০এপ্রিল)সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করে মোট ১০ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। এবিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান। তবে তাদের ১০ জন আক্রান্তের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি আরো জানান- আক্রান্তদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী । এরমধ্যে লাখাই উপজেলায় ৩ জন, বানিয়াচং ৩ জন, আজমিরীগঞ্জ ২ জন, চুনারুঘাট ১ জন, বাহুবল ১ জন। তাদের প্রত্যেকের রিপোর্টই সিলেট করোনা সনাক্তকরণ ল্যাব থেকে এসেছে। এর আগে ৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জে ফেরত আসা এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া যায়। পরে তার নমুনা ঢাকায় পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এনিয়ে জেলায় আক্রান্ত ১১ জনই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধিন রয়েছেন।