ঢাকা (দুপুর ২:৫৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় ৫০ জন রোগী করোনা পজেটিভ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ০১:৫৪, ১৫ জুন, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলায় গত ২৪ ঘণ্টায় ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার (১৪ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪২২ জনে দাঁড়ালো। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে। নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুইজন বিশ্বনাথ উপজেলার। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৪১৮ জনের। এরমধ্যে সুনামগঞ্জের ৫৬৬ জন, হবিগঞ্জের ২৩৯ জন ও মৌলভীবাজারের ১৯১ জন রয়েছেন। সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ১৪৮ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪৮৯ জন উল্লেখ্য, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৫ এপ্রিল। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT