সিরাজগঞ্জে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার সকাল ১১:১৭, ২৫ আগস্ট, ২০২০
মোঃ নাজমুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বিআরটিএ এর উদ্যোগে ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে জিকজ্যাক ( প্রাকটিক্যাল) পরীক্ষার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত পরীক্ষা সমাপ্ত হয়। সকালে অফিসার্স ক্লাবে লিখিত পরীক্ষা , মৌখিক এবং বিকালে জিকজ্যাক পরীক্ষা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ এর নির্দেশ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ডিসিটিবি সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সার্বিক সহযোগিতায় দীর্ঘ দিন পর স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বিআরটিএ’র স্বাভাবিক কার্যক্রম আবারও চালু হয়েছে বলে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান জানান। তিনি আরও জানান, সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ২শ ৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, বিআরটিএর মোটরযান পরিদর্শক মোঃ মেহেদী হাসান, মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট অরুণ সরকার, ট্রাফিক ইন্সট্রাক্টর বেলায়েত হোসেন, ড্রাইভিং প্রশিক্ষক মোঃ রাজু আহমেদ মিলন।