সাপাহারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৪৫টি পরিবার পাচ্ছে নতুন ঘর
গোলাপ খন্দকার,সাপাহার,নওগাঁ রবিবার রাত ০৯:২৪, ২৪ এপ্রিল, ২০২২
নওগাঁর সাপাহারে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঈদ উপহার হিসেবে আশ্রয়ন ২ প্রকল্পের ৩য় পর্যায়ে ভূমিহীন গৃহহীনদের মাঝে ৪৫টি গৃহ প্রদানের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
২৩ এপ্রিল আশ্রয়ণ প্রকল্পের ৪৫টি নতুন ঘর পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার।
২৬ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সাথে একযোগে ভার্চুয়ালি উপস্থিত থেকে নতুন গৃহ প্রদানের শুভ উদ্বোধন করবেন।
উল্লেখ্য, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন জানান, সাপাহার উপজেলায় ১ম পর্যায়ে ১২০টি এবং ২য় পর্যায়ে ৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি সহ গৃহ প্রদান করা হয়েছে এবং আগমী ২৬ তারিখ ৩য় পর্যায়ে আরও ৪৫টি পরিবারের মাঝে জমিসহ ৪৫টি গৃহ প্রদান করা হবে।