সাপাহারে দুর্বৃত্ত কর্তৃক আম গাছ কেটে ফেলার অভিযোগ
গোলাপ খন্দকার,সাপাহার(নওগাঁ) শনিবার রাত ১০:৩২, ২৪ এপ্রিল, ২০২১
নওগাঁর সাপাহারে রাতের অন্ধকারে দুর্বৃত্ত কর্তৃকপ্রায় অর্ধশত আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতের আধারে উপজেলার কড়লডাঙ্গা মৌজার লালমাটিয়া গ্রামের একটি বাগানের অর্ধশতাধিক আম গাছ কেটে ফেলা হয়।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক প্রদীপ সাহা জানান, নিজের প্রায় এক বিঘা জমিরে বাণিজ্যিক ভিত্তিত্বে ১২৫টি বারী ফোর ও আম্রপালী জাতের চারা গাছ রোপন করি এবং গাছের বয়স প্রায় এক বছর।
গত ২১ এপ্রিল বুধবার বিকেলে বাগান দেখতে গিয়ে দেখি দুটি ছাগল বাগানে গাছ খাচ্ছে, এসময় কোন রকম একটি ছাগল ধরে প্রচলিত আইন অনুযায়ী ছাগলটিকে খোয়ারে দেই, পরে জানতে পারি ছাগলটি লালমাটিয়া গ্রামের মোস্তফা মন্ডলের।
এর পর শনিবার(২৪এপ্রিল) সকাল ৯ টায় বাগানে এসে দেখি আমার ৫০টি আম্রপালী গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান,অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পুলিশ পারিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।