সাঘাটায় ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র বাতিল
আসাদ খন্দকার বৃহস্পতিবার সকাল ০৯:০৯, ১৮ এপ্রিল, ২০২৪
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়ন পত্র বাছাইয়ের দিন ছিল ১৭ এপ্রিল (বুধবার)। ওই দিন প্রার্থীদের বাছাই প্রক্রিয়ায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন রির্টানিং অফিসার। রির্টানিং ও সহকারী রির্টানিং অফিসারের দপ্তর থেকে জানা যায়, সাঘাটা উপজেলায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন। এর মধ্যে মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান, আব্দুল মজিদ, মমিতুল হক নয়ন, আমির হোসেন এর মনোনয়ন পত্র বাতিল করেন রির্টানিং কর্মকর্তা (সাঘাটা-ফুলছড়ি) আব্দুল মোত্তালিব।
উল্লেখ্য, রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীলের তারিখ ১৮-২০ এপ্রিল, আপীল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোট গ্রহণ হবে ৮ই মে।
সাঘাটায় উন্মুক্ত বাজেট ঘোষনা
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন পরিষদ হল রুমে ১৭ এপ্রিল (বুধবার) উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের সভাপতিত্বে বাজেট ঘোষনা অনুষ্ঠানে বাজেট পেশ করেন ইউপি সচিব রবিউল ইসলাম।সাঘাটা ইউপি’র ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৫ শ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লক্ষ ৪৯ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৫১ হাজার ৫ শ টাকা। উক্ত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য কামরুল ইসলাম, হাবিজার, আব্দুল হাই, মাহাবুব হাসান, মনির, সামছুন নাহার, রোজিনা, আফিয়া প্রমূখ। এছাড়াও বীরমুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।