সাঘাটায় প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা
আসাদ খন্দকার বুধবার সন্ধ্যা ০৬:০৩, ২৯ মে, ২০২৪
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ হলরুমে বুধবার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা, গাইবান্ধার উপ-পরিচালক প্রসেনজিৎ প্রনয় মিশ্র।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ডা: মারুফা আক্তার, ফিল্ড ফ্যাসিলিটেটর উত্তম কুমার সাহা, মেডিকেল অফিসার (এমওএমসি-এইচ (এফ-পি) ডা: রাজু আহম্মেদ, গাইবান্ধার ডিএমএ সভাপতি ডা: মতিউর রহমান , সাধারণ সম্পাদক ডা: রফিকুল ইসলাম, প্রভাষক জাকিরুল ইসলাম ও উপজেলার বিভিন্ন কার্যালয়ের অফিসারবৃন্দ প্রমূখ।
এছাড়াও ১০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, সংরক্ষিত মহিলা সদস্য, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মরত এসএসিএমও, এফপিআই, এফডাডাব্লিউভি, এফডাব্লিউএ কর্মকর্তাবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রাতিষ্ঠানিক স্বাভাবিক প্রসব সেবা কিভাবে জোরদারকরণ করা যায় এ বিষয়ে বিষদ আলোচনা করা হয়।