ঢাকা (সকাল ৯:৪২) বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় ঝটিকা মিছিলের মূল হোতা ছাত্রলীগ নেতা গ্রেফতার Meghna News অসুস্থ রেজওয়ানুল ইসলাম রায়হানের শয্যাপাশে দুধরচকী Meghna News গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালক নিহত Meghna News ফতুল্লায় গ্রেফতার হওয়া স্বপনের মুক্তির দাবিতে গৌরীপুরে মানববন্ধন Meghna News ৮১ বছর পর কুমিল্লা থেকে নিজ দেশে নিয়ে যাওয়া হচ্ছে ২৪ সেনার দেহাবশেষ Meghna News সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল Meghna News গৌরীপুর মহিলা কলেজে নবীনবরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Meghna News সিলেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে মানুষের মাঝে নাভিশ্বাস Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সর্বাত্মক লকডাউনে ভোলায় কঠোর অবস্থানে পুলিশ,শহর ফাঁকা

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বুধবার রাত ১১:০১, ১৪ এপ্রিল, ২০২১

মহামারি কোভিড-১৯, করোনাভাইরাস সংক্রমণরোধে সর্বাত্মক লকডাউনে ভোলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।
বুধবার সকাল থেকে শুরু হওয়া সর্বাত্মক লকডাউন প্রতিপালনে ভোলার বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে প্রাশাসন। বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বের হচ্ছেন না কেউ। ফলে শহরে এক ধরণের নিরবতা বিরাজ করছে।

কঠোর লকডাউনের প্রথম দিনে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ এবং রাস্তায় চলাচল করতে দেওয়া হচ্ছে না কোনো যাবাহন। লকডাউনের বিধি নিষেধ মানাতে এবার কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।

বুধবার( ১৪ এপ্রিল) সকাল ৬ টা থেকে ভোলা শহরের বিভিন্ন মোড় ও পয়েন্টে জেলা পুলিশের কঠোর অবস্থানের চিত্র দেখা যায়। কেউ রাস্তায় বের হলে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পরতে হয়েছে। এমনকি বিভিন্ন যানবাহন নিয়ে বের হলে পড়তে হয়েছে জরিমানার মধ্যে।

বুধবার সকাল ৯ টার দিকে ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে মনিটরিং করেন।

ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, কোভিড-১৯, মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন প্রতিপালনে আমরা কাজ করছি। পুলিশের মুভমেন্ট পাশ ছাড়া কেউ ঘরের বাহিরে বের হচ্ছে কি না এবং লকডাউনে যেসব যানবাহন চলাচল নিষেধ সেগুলো যাতে রাস্তায় বের হতে না পারে বা বের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

এসময় ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘লকডাউন সম্পর্কে আগে থেকেই বলা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এই লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া আমরা একদমই কাউকে বাইরে বের হতে দিচ্ছি না। রাস্তাও আজকে ফাঁকা, রাস্তায় চলাচল করতে পুলিশের মুভমেন্ট পাশ ফলো করছি। তিনি আরো বলেন, সর্বাত্মক লকডাউনে এবার ভোলা জেলা পুলিশ থাকবে কঠোর অবস্থানে। সকল জনসাধারনকে সরকারী বিধিনিষেধ মেনে চলার আহবান জানান পুলিশ সুপার।

এছাড়া ভোলা জেলার প্রতিটি উপজেলা ও থানা এলাকায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে পুলিশের কঠোর অবস্থানের চিত্র দেখা যায়।

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে আরোপ করা ‘সর্বাত্মক লকডাউন’ দিয়ে বুধবার (১৪ এপ্রিল) থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের জন্য ১৪-২১ এপ্রিল পর্যন্ত চলাচলের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকবে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT