ঢাকা (বিকাল ৩:১০) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সংসদ সদস্য আবদুল্লাহ আল ইাসলাম জ্যাকবের কাছে কয়েকটি অসহায় পরিবারে খোলা চিঠি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১১:৩৫, ৯ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিনিধি:  মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের কাছে চরফ্যাশন উপজেলার
শশীভূষণ খাদ্য গুদাম রোড মাছ বাজারের নিরীহ কয়েকটি পরিবারের ঘরভিটার মালিকের খোলা
চিঠি।আধুনিক চরফ্যাশন-মনপুরার একমাত্র রুপকার। আপনি অত্যন্ত সম্মানিত একজন
জনপ্রতিনিধি। আপনার পিতাও অধ্যক্ষ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম একজন সম্মানিত
জনপ্রতিনিধি ছিলেন। তিনি চরফ্যাশন-মনপুরার সাধারন খেটে খাওয়া মানুষের প্রানপ্রিয় জননেতা
ছিলেন। আপনিও তাই। আপনার পিতা ছিলেন একজন আদর্শ শিক্ষক মানুষ গড়ার কারিকর। আপনিও
একজন দানবীর অসহায় মানুষের বন্ধু। দোয়া করি আপনার পিতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক
আল্লাহ। আপনাকেও নেয় হায়াত দান করুক আল্লাহ। আমরা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার
রসুলপুর ইউনিয়নের শশীভূষণ বাজারের দীর্ঘ ৬০/৭০ বছর যাবত বসবাসকারী কয়েকটি নিরীহ পরিবার।
মাননীয় সংসদ সদস্য, প্রায় ৬০ বছর পূর্বে আমাদের দাদা/বাবারা শশীভূষণ বাজারের খাদ্য গুদাম
রোডের তৎকালীন খালপাড়টি ভরাট ঘর উত্তোলন করে পরিবার পরিজন নিয়ে বসবার করে আসছে। যার
এস এ দাগ-৫৫৮,
কয়েক বছর পূর্বে চিহ্নিত ভূমিদস্যূরা দলিল সূত্রে ৮০শতাংশ জমি ক্রয় করে,যার এস এ দাগ-
৪৯০/১,৪৯১/১। কিন্তু অতান্ত দুঃখ ও পরিতাপের বিষয় এসব ভূমিদস্যূরা দিয়ারা জড়িপের সময় জাল
জালিয়াতী করে তাদের এস এ-৪৯০/১,৪৯১/১ দাগে দিয়ারা জড়িপ না করে, আমরা ঘর উত্তোলন করে
পরিবার পরিজন নিয়ে বসবাস করা এস এ-৫৫৮ দাগের বিভিন্ন ঘর ভিটার উপর দিয়ারা দাগ বসিয়ে
নিজেদের নামে খতিয়ান করে নেয়। যা উর্চ্চ আদালতে মামলা চলমান।
মাননীয় সংসদ সদস্য মহোদয়, আপনি আমাদের একমাত্র প্রতিনিধি। আপনি আমাদের সুখ-দুঃখে কাছে
থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আপনাকে ভালোবেসে আমরা সাধারণ জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য
বানিয়েছি। আপনি হলেন সেই নিরীহ সাধারণ মানুষের একমাত্র আশা ভরসার কেন্দ্রবিন্দু। আজ আমরা
বড়ই অসহায় হয়ে আপনার কাছে বিনীত অনুরোধ করছি। কিছু প্রভাবশালী ভূমিদস্যূ ব্যক্তিরা আমাদের
একমাত্র মাথা গোজানোর ঠাঁই আশ্রায়স্থলটি জবর দখল করার চেষ্টা করছে।
মাননীয় সংসদ সদস্য মহোদয় আপনার কাছে এসব অসহায় পরিবারগুলোর আকুল আবেদন সঠিক তদন্ত
করে আমাদেরকে ভূমিদস্যূদের হাত থেকে রক্ষা করুন। আল্লাহ আপনার মঙ্গল করবেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT