ঢাকা (সকাল ৬:৫১) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শ্রীমঙ্গলে এনএসআই’র অভিযানে ভেজাল গুড়া মশলা জব্দ

মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার Clock শুক্রবার রাত ০৮:৫৪, ১৭ জুলাই, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শহরের সোনার বাংলা মার্কেট এলাকায় রকিবের মসলার মিল থেকে বিপুল পরিমাণ ভেজাল মিশ্রিত মসলা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত  রাত  ১২ টা ৩০ মিনিটের সময় গোয়েন্দা সংস্থা এনএসআই শ্রীমঙ্গল এর তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের সোনারবাংলা রোডস্থ রকিব মিয়ার  মসলার মিল থেকে ধানের ভূসি মিশ্রিত ১৫ বস্তা শুকনা মরিচের গুড়া, ১১ বস্তা হলুদের গুড়া ও ৫ বস্তা ধানের ভূসি জব্দ করেছেন। সেই সাথে মিলে উপস্থিত মালিক মোঃ রকিব মিয়াকে ভ্রাম্যমান আদালত ১৫ দিনের জেল ও নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
শ্রীমঙ্গল   উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন কোরবানির ঈদকে সামনে রেখে  কিছু অসাধু  মসলা ব্যবসায়ী সক্রিয় হয়ে উঠেছে। যেহেতু ঈদে মসলার চাহিদা বেশি থাকে তাই তারা নানা ভাবে ভেজাল মসলা বাজারজাত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই বিষয়গুলি গুরুত্ব সহ কারে সার্বক্ষনিক তদারকি করছেন। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযান পরিচালনা করে তাদের কে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT