মীর এম ইমরান,মাদারীপুর শনিবার বিকেল ০৫:২৯, ৫ জুন, ২০২১
আগমী ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে শত ভাগ অবাদ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে মাদারীপুরের শিবচরে জেলা পুলিশের পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে নূর-ই আলম চৌধুরী’র অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শিবচরের ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন অভিযোগের কথা শুনেন।
পুলিশ সুপার সহ উপজেলা নির্বাচন অফিসার প্রার্থীদের আশ্বস্ত করেন শত ভাগ অবাদ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে ইতি মধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটার টা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে এতে কোন প্রকার বাঁধা থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন, উপজলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাচন অফিসার হারুন অর রশিদ, সহ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা।
উল্লেখ্য: প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশেন ন্যায় শিবচরের ১৩ টি ইউনিয়ে নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।