শিবচরে ইউপি নির্বাচনের আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা
মীর এম ইমরান,মাদারীপুর রবিবার দুপুর ০৩:৫৫, ১৩ জুন, ২০২১
শিবচরে ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
এ সময় প্রচারণায় মানা হচ্ছে না আচরণবিধি এমনি ঘটনা ঘটেছে মুন্সী কাদিরপুরের নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী বিএম জাহাঙ্গীর হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১২ জুন) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়,শনিবার রাত নির্দিষ্ট সময়ের পরে নির্বাচনী আচরনবিধি তোয়াক্কা না করে চেয়ারম্যান প্রার্থী বি এম জাহাঙ্গীর হোসেন নিয়মের বাইরে অধিকসংখ্যক লোক নিয়ে বৈঠক করতে ছিলো। নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন।পরে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী বি এম জাহাঙ্গীর হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন,কেউ ইউপি নির্বচনের আচরন বিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউনিয়ন নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা ভোটারদের কাছে অঙ্গীকার বদ্ধ।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী বি এম জাহাঙ্গীর হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।