ঢাকা (রাত ১১:৪০) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


লাফিয়ে বাড়ছে পিঁয়াজের দাম

জাকের ইবাদুর,সিলেট জাকের ইবাদুর,সিলেট Clock বৃহস্পতিবার দুপুর ০১:৪৪, ১৭ সেপ্টেম্বর, ২০২০

অতিবৃষ্টি ও বন্যায় সরবরাহে ঘাটতি দেখিয়ে গত বছরের মতো এবারও হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারত। এ খবর ছড়িয়ে পড়ার পর সারাদেশে মতো সিলেটের বাজারেও পেঁয়াজের কেজির দাম লাফিয়ে বাড়ছে ক্রেতা বিক্রেতাকে জিজ্ঞাসা করলে জনা যায় একশ’র ঘরে পৌঁছে গেছে।

সিলেটে সোমবার প্রতি কেজি পেঁয়াজ ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। আর একদিনের ব্যবধানে একলাফে কেজি প্রতি ৩০-৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে আজ বৃহঃবার ৯৫-১০০ টাকায়। পেঁয়াজের বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। মঙ্গলবার সিলেটের বিভিন্ন বাজার ঘিরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে সিলেট নগরীর বন্দরবাজার, লালবাজার, উপশহর, মেন্দিবাগ, সোবহানীঘাট, টিলাগড়, মেজরটিলাসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকায়, ছোট আকৃতির দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা প্রতি কেজি। অথচ দু’দিন আগে এসব পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রতি কেজি ৬০ টাকায় আর ছোট পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫০ থেকে ৬৫ টাকায়। আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT