রেস্তোঁরা থেকে লক্ষাধিক টাকা চুরি, পালিয়েও পুলিশের জালে শামীম
শফিউল আলম, কক্সবাজার শুক্রবার রাত ০৯:৪২, ২২ মার্চ, ২০২৪
কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকার ‘সাথী রেস্তোঁরা থেকে ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়া শামীম মোহাম্মদ ইউনুছ (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) রাত ৯ টার দিকে মহেশখালী উপজেলার লম্বাঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে মহেশখালী ও সদর থানা পুলিশ। তিনি একই এলাকার মোস্তাক আহমদ প্রকাশ মুচ্ছাইন্যার ছেলে।
পুলিশ জানায় গত ৪ মার্চ কলাতলীর হোটেল ‘ সোহাগ গেস্ট হাউস গলিতে সাথী রেস্তোঁরা এন্ড বিরানী হাউসের ড্রয়ারে রাখা মোট ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় রেস্তোঁরাটির মালিক তারেক আজিজ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে এজাহারের প্রধান আসামী পলাতক ছিলেন শুক্রবার রাতে ইউনুছ বাড়ি অবস্থান করেছেন তথ্য প্রযুক্তির মাধ্যমে সংবাদ পেয়ে মহেশখালী থানার এসআই অপু দে ও কক্সবাজার সদর থানা পুলিশের এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিল যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন এজাহার ভুক্ত প্রধান আসামী মামলা হওয়ার সংবাদ পেয়ে গা ডাকা দিয়ে চলছে‚তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে মহেশখালী তার নিজ ঘরে প্রবেশ করার তথ্য নিয়ে থাকে আটক করা হয়‚ চুরি হওয়া টাকা উদ্ধার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
সদর থানার ওসি রকিবুজ্জামান জানান, ইউসুছের নামে চুরির মামলা হয়েছে। এতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল তাকে গ্রেফতার করা হয়েছেন এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।