রাণীনগরের মেঘনা অধ্যয় কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বই ও স্বাস্থ্য উপকরণ বিতরণ
আবু ইউসুফ,নওগাঁ সোমবার রাত ১১:১৯, ৪ জানুয়ারী, ২০২১
নওগাঁর রাণীনগরে নিজ উদ্যোগে গড়ে তোলা“মেঘনা”অধ্যয়ন কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার বাড়ী বাড়ী গিয়ে এসব বই ও উপকরণ বিতরণ করেন পরিচালক রবিউল ইসলাম।
রাণীনগর উপজেলার প্রত্যন্ত অলগুয়াতা গ্রামে কৃষক আলম সরদারের ছেলে গত তিন বছর আগে ছাত্র-ছাত্রীদের প্রতিভা ও মেধার সমন্বিত উৎকর্ষ সাধনের প্রত্যয়ে,পড়া লেখা থেকে ঝড়ে পড়া রোধ করতে এবং গ্রামকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ৩ থেকে ৫ বছরের শিশুদের নিয়ে “মেঘনা অধ্যয়ন কেন্দ্র” গড়ে তুলেছেন তিনি।
শিশুদের কেন্দ্র মূখী করতে প্রতিনিয়ত চিপস্,চকলেটসহ নানা ধরনের খাবার পরিবেশন করা হয়। গত বছর ওই কেন্দ্র থেকে ৮ জন শিক্ষার্থীকে স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেয়া হয়েছে। এবারও ৯জন শিক্ষার্থীকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন রবিউল।
প্রতি বছর শিক্ষার্থীদের কেন্দ্রে ভর্তি করে নেন। এবছর প্রায় ১৫জন শিক্ষার্থীকে ভর্তি করেছেন । সোমবার এসব শিক্ষার্থীদের বাড়ী বাড়ী গিয়ে বিনামূল্যে নতুন বই,খাতা-কলম,করোনা প্রতিরোধে স্বাস্থ্য উপকরণ হিসেবে সাবান,মাস্ক বিতরণ করেন তিনি।