ঢাকা (সকাল ৬:৫৫) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৫৬, ৭ মে, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের থানা উন্নয়ন কেন্দ্র এলাকায় নিজ বসতঘরের সামনে থাকা আমগাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁছানো অবস্থায় আলমগীর হোসেনের (২৬) নামের এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় গতকাল বৃহস্পতিবার (৬মে) রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

র্ধমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, আলমগীর হোসেন নামের ওই যুবক বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। সে অনিয়ন্ত্রিত জীবন যাপন করতো বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। বৃহস্পতিবার  রাত সাড়ে নয়টার মধ্যেে আমগাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবরটি জানায়। খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকেটি এই লাশ উদ্ধার করা হয়েছে।

এই মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় ওই যু্কের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT