ঢাকা (সকাল ৬:২৮) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যশোরে আরও ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার রাত ১১:১৬, ১২ জুন, ২০২০

মোরশেদ আলম, যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষায় যশোরের ১১ জনসহ নতুন ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে। যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার বলেন, ল্যাবে মোট ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা পজিটিভ এবং ২৬৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এর মধ্যে যশোরের ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের, নড়াইলের ২৮ জনের নমুনা পরীক্ষা করে একজনের, মাগুরার ৪০ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের, সাতক্ষীরায় ১২৫ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। পাশাপাশি বাগেরহাটের ২৮ জনের নমুনা পরীক্ষায় সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT