ঢাকা (সন্ধ্যা ৭:০৫) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে ধর্মপাশায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার রাত ০৯:৫২, ১৬ জুলাই, ২০২০

মোবারক হোসাইন, ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি, যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুলের মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার একটি কক্ষে নিরাপদ দূরত্ব বজায় রেখে দৈনিক যুগান্তর পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি এনামুল হক এনামের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। এ ছাড়া তাঁর মৃত্যুতে ধর্মপাশাপ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শোকার্ত ওই পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক সোহান আহমেদ, সাংবাদিক মোবারক হোসাইন, মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। পরিশেষে হাফেজ রহমতুল্লাহ এর মুনাজাতের মাধ্যমে মিলাদ মাহফিল সমাপ্ত হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT