ঢাকা (রাত ১১:৫৯) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনারের সাথে মতবিনিময় সভা

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock রবিবার রাত ১১:১৭, ২৯ আগস্ট, ২০২১

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা বলেছেন,আগামীতে স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের পরিকল্পনা রয়েছে। এই নির্বাচন গুলো অনেক বড় নির্বাচন, এতে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠানের নির্বাচন হবে। মাঠ পর্যায়ের তথ্য উপাত্ত নেওয়া শেষে আগামী ২ সেপ্টেম্বর কমিশনের সভা হবে। ওই সভায় প্রথম ধাপে করোনাকালে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোতে আগে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে যে গুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলোতে ধাপে ধাপে নির্বাচন করা হবে।

রোববার (২৯ আগষ্ট) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে মৌলভীবাজার সার্কিট হাউসে,আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন ও ইভিএম ব্যবহার নিয়ে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের সাথে মতবিনিময় শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে রোববার সকাল ১১ ঘটিকার সময়  প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসন ও জেলা পুলিশের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে মৌলভীবাজার সার্কিট হাউসে, আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন ও ইভিএম ব্যবহার নিয়ে সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসারদের সাথে মতবিনিময় শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে কমিশনার জেলা প্রশাসন ও জেলা পুলিশের সাথে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রজেক্ট ডাইরেক্টর স্মার্ট আইডি কার্ডের বিগেডিয়ার জেনারেল আবুল হাসেম ফজলুল কাদের, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তা সহ অন্যন্যরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT