মৌলভীবাজারে পালিত হলো পাক হানাদার মুক্ত দিবস
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ১০:১২, ৮ ডিসেম্বর, ২০১৯
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজার থেকে ১৯৭১ সালের এই দিনে(৮ ডিসেম্বর) মৌলভীবাজার শহর তথা জেলার সর্বত্র স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা ওড়তে থাকে। পাক হানাদার বাহিনীকে হটিয়ে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজারকে শত্রুমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন।
দিবসটি উপলক্ষে রোববার (৮ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙনে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি জনাব বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক,এডভোকেট নুরুল ইসলাম শেফুল এর সঞ্চালনায় পালিত হয় পাক হানাদার মুক্ত দিবস, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী।উপস্থিত ছিলেন, মোঃ দুরুদ আহমদ সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, বেলাল তালুকদার দপ্তর সম্পাদক মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, জিতু তালুকদার, সভাপতি মৌলভীবাজার জেলা অনলাইন প্রেসক্লাব, মোঃ জাকির হোসেন সহ প্রচার সম্পাদক মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম ও জেলা প্রতিনিধি দৈনিক নবচেতনা, শাহ নেওয়াজ সুমন সমাজ কল্যান সম্পাদক মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম, মাহমুদুর রহমান মাহমুদ যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম এবং মামুনুর রশীদ চৌধুরী মসু সহ মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য কালে মৌলভীবাজার সদর উপজেলার সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী মৌলভীবাজার জেলায় একটি মুক্তিযুদ্য স্মৃতি যাদুঘর করার জুর দাবি জানান।
মুক্ত দিবস উপলক্ষে মৌলভীবাজারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন গুলো আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করেছে।