মৌলভীবাজারে করোনা ভাইরাস প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার শনিবার রাত ০৮:১৩, ১১ জুলাই, ২০২০
মৌলভীবাজারে করোনা প্রতিরোধে ত্রান বিতরন স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে।
মতিবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মোঃ আমিনুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ প্রমুখ।
এছাড়াও মতিবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
মতবিনিময় সভায় করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন সংস্থাকে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেওয়া হয়।