মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ০৯:০৯, ১৩ অক্টোবর, ২০১৯
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি” এই শ্লোগানকে নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যলয় থেকে একটি রেলী শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দুর্যোগ সহনীয় বাসগৃহের শুভ উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২০১৮-১৯ অর্থ বছরে মৌলভীবাজার জেলায় নির্মিত ৭২টি দুর্যোগ সহনীয় বাসগৃহের শুভ উদ্বোধন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এম.পি।
জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন এম.পি,পুলিশ সুপার মো:ফারুক আহমদ পিপিএম(বার), সিভিল সার্জন ডাঃ শাহজান কবির চৌধুরী প্রমুখ।