মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের মহান বিজয় দিবস পালন
নিজস্ব প্রতিনিধি সোমবার রাত ০৮:২৫, ১৬ ডিসেম্বর, ২০১৯
মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজারঃ যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে পালিত হলো ৪৮ তম মহান বিজয় দিবস। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দ। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সুর্যোদয়ের সাথে সাথে দিবসটির সূচনা হয়।
“একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার”, এই স্লোগান কে সামনে রেখে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ এর নেতৃত্বে দিনের প্রথম প্রহরে মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গনে পুস্পস্তবক অর্পন করেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ সহ সভাপতি আমিনুর রশিদ বাবর,সিনিয়র সহ সভাপতি মৌসুফ এ চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম শেফুল, সাংগঠনিক সম্পাদক দুরুদ আহমদ, সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ,মোঃ জাকির হোসেন, আবু হায়দার তরিক, আব্দুল কাইয়ূম, রোমান আহমদ, এডভোকেট, নিয়ামুল হক, সোহেল আহমদ, আব্দুল কালাম, মামুনুর রশীদ, সেলিম আহমদ, সহ ছোট শিশু, ফাবিহা, নাদিহা,ও নাদিমা।