ঢাকা (রাত ৩:০২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মেঘনায় ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশন এর উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock শুক্রবার রাত ১০:৪০, ২৭ আগস্ট, ২০২১

বৈশ্বিক মহামারি করোনা ও লকাডাউনের কারণে নিম্ন আয়ের মানুষেরা দিশেহারা,দেশের মানুষদের এমন অসহায়ত কথা চিন্তা করে সাহায্যের হাত বাড়াতে এগিয়ে এসেছে অনেক আর্তমানবিক সংগঠন। এর মাঝে পিছিয়ে নেই ঢাকাস্থ মেঘনা-দাউদকান্দি ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশন। এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় এই সংগঠনের উদ্যোগে উপজেলার হরিপুর কদমতলা এলাকায় দুস্থ অসহায় ও কর্মহীন পরিবার এর সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ২৭ আগষ্ট শুক্রবার সকালে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটেরচর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সানাউল্লাহ শিকদার।

অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগীতা করেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদ মিয়া।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT