মেঘনা নদীতে চলাচলে নৌ-পরিবহন কর্তৃপক্ষের আদেশ অমান্য, ভাল্কহেডসহ আটক ৪
নিজস্ব প্রতিনিধি রবিবার রাত ০৯:৫৫, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
আদেশ অমান্য করায় মেঘনা নদীতে বালুবাহি ৪টি ভাল্কহেডসহ ৪ সুকানীকে আটক করেছে নৌ পরিবহন কর্তৃপক্ষ।
আলমগীর হোসেন প্লাবন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষের আদেশ অমান্য করে রাতের বেলা মেঘনা নদীতে বালুবাহি ৪টি ভাল্কহেডসহ ৪ সুকানীকে আটক করেছে বৈদ্যেরবাজার নৌ পুলিশ। আটককৃতদের সোনারগাঁ থানায় সোর্পদ করা হয়েছে। উক্ত ঘটনায় নৌ-পুলিশের এসআই মোঃ আব্দুল হামিদ বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্র জানান, অভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলা মেঘনা নদীতে র্দীঘদিন ধরে ৯টি বালুবাহি ভাল্কহেড চলাচল করে। এতে বিভিন্ন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে। এই অভিযোগে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে (১) এমভি মা বাবার দোয়া (২) এমভি আল্লার রসুল (৩) এমভি মদিনার পথে (৪) এমভি সরকার-২ ভাল্কহেডসহ আমিরল, রিয়াদ, নাছির, জালাল হোসেনকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।