ঢাকা (সকাল ৭:৩৮) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি পেল শিক্ষার্থীরা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock সোমবার ১২:৫৩, ৮ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহ জেলা শহরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারী) মার্কেন্টাইল ব্যাংক ময়মনসিংহ শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ ও চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক ময়মনসিংহ শাখার প্রধান ব্যবস্থাপক সম্পদ কুমার চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও চেক তুলে দেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম ও জয়দেব চন্দ্র বণিক।

এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মার্কেন্টাইল ব্যাংক ময়মনসিংহ শাখার প্রধান ব্যবস্থাপক সম্পদ কুমার চন্দ্র বলেন, মার্কেন্টাইল ব্যাংক সবসবময় মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় এবার সারাদেশে ৮৫৬ জন শিক্ষার্থী মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। তন্মধ্যে ময়মনসিংহে ২৫ শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক, মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT